-->

সাম্প্রতিক

মোবাইলের Bettery ভালো রাখার ৮টি কার্যকরী Tips & Tricks

Bettery বিহীন আদৌ কোন মোবাইল কল্পনা করা যায় না, জানিনা অদূর ভবিষ্যতে কল্পনা করা যাবে কিনা! যাইহোক যারা ভবিষ্যতে আসবে তারাই কল্পনা করুক আমরা ভবিষ্যৎ নিয়ে কল্পনা না করি।😋
বর্তমান সম্যসা নিয়ে কথা বলি।
আমরা অনেকেই শখ করে মোবাইল কিনে দেখা গেল কিছু দিন ব্যবহার করার পর ব্যাটারি আস্তে আস্তে ড্যামেজ হয়ে আসে।
আর এর জন্য আমরা নিজেরাই দায়ী। তো আমি আজকে আপনাদের সাথে এই দায়ী বা সম্যসা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তা নিয়ে নিচে কিছু টিপ্স্‌ সেয়ার করলাম।

মোবাইলের Bettery ভালো রাখার ৮টি কার্যকরী Tips & Tricks
১. সবসময় জিপিএস(GPS) চালু  না রাখাঃ জিপিএস অবশ্যই আমাদের দৈনন্দিন জিবনে ব্যবহারের জন্য গুরুতবপূর্ণ একটি মাধ্যম। কোথাও যাবার জন্য জিপিএস চালু রেখে পথের নির্দেশনা নেওয়ার কাজে ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও আরও কাজ রয়েছে। তাই আমার পক্ষ থেকে সাজেস্ট থাকবে যখন প্রয়োজন হবে তখন জিপিএস চালু করবেন, এতে করে আপনার ব্যাটারির চার্জ সেভ হবে সেই সাথে ব্যাটারির হেল্‌থ ও ভালো থাকল।

২. ফোনের নিজস্ব চার্জার দিয়ে চার্জ দেওয়াঃ শখের ফোনটি যদি সেই ফোনের সাথে পাওয়া চার্জারে চার্জ দেওয়া হয় তবে ব্যাটারির আয়ু বাড়ে। এখন অবশ্য ফোনে চার্জ দেওয়ার জন্য রয়েছে মাইক্রোইউএসবি পোর্ট। তাই যে কোনো চার্জার দিয়ে ফোনে চার্জ দেওয়া যায়। তবে যদি চার্জিংয়ের সময় ফোনের নিজস্ব চার্জার ব্যবহার না করা হয় তাহলে ধীরে ধীরে ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা কমতে থাকে। কেননা ফোনের সঙ্গে থাকা চার্জারে নির্দিষ্ট পরিমাণ আপটপুট ভোল্টেজ এবং কারেন্ট রেটিং থাকে। যা ফোনের সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়ে থাকে।

৩. সস্তা চার্জার ব্যবহার না করাঃ অনেক সময় ফোনের জন্য নির্ধারিত চার্জারটি হারিয়ে বা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অনেকেই আমরা বাজার থেকে সস্তা ও অখ্যাত ব্র্যান্ডের চার্জার কিনে নিয়ে আসি। এসব চার্জারে চার্জ দিলে ফোন অতিরিক্ত গরম হয়ে যায়। চার্জ হতেও সময় বেশি নেয়। আর অ্যাডাপ্টারে সমস্যা দেখা দিলে ফোন ও ব্যাটারি দুটোই নষ্ট হতে পারে। তাই সস্তা চার্জার ব্যবহার না করাই ভালো হবে।

৪. কেস খুলে রাখাঃ যখন ফোন চার্জে দেওয়া হয় তখন ব্যাটারি কিছুটা গরম হয়ে যায়। ব্যাটারি গরমের প্রভাব ফোনে ছড়িয়ে পড়ে। তাই ফোনকে অতিরিক্ত গরমের হাত থেকে রক্ষা করতে চার্জে থাকা অবস্থায় ফোনের নিরাপত্তামূলক কেসিং বা কভার খুলে রাখা উচিত ।

৫. সারা রাত চার্জ নয়ঃ আমরা অনেকেই রাতের বেলা ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ি। এতে ফোনটি সারা রাত ধরে চার্জ হয়। এর ফলে ওভার চার্জিং হয়ে থাকে। যা ফোনের জন্য মোটেও ভালো কিছু নয়। এছাড়া সারা রাত ফোনে চার্জে দেওয়ার ফলে ব্যাটারি অতিরিক্তি গরম হয়ে বিস্ফোরণও ঘটতে পারে।

৬. ব্যাটারি অ্যাপ্লিকেশনঃ ফোনের জন্য অনেক থার্ডপার্টি ব্যাটারি অপটিমাইজ অ্যাপ রয়েছে। এই অ্যাপগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে চালু থাকে। এতে করে ফোনের চার্জ আরও বেশি ব্যয় হয়। এছাড়া লকস্ক্রিনটি অ্যাপগুলো এড লোড করে থাকে। তাই ফোনে আলাদা কোনো ব্যাটারি অ্যাপ ব্যবহার করা উচিত নয়।

৭. পাওয়ার ব্যাংক ব্যবহারের সময়ঃ পাওয়ার ব্যাংকের মাধ্যমে চার্জ দেওয়া অবস্থায় ফোন ব্যবহার করা উচিত নয়। কেননা পাওয়ার ব্যাংকের সাহায্যে চার্জ করার সময় ব্যাটারি গরম হয়ে যায়। একই সময় ফোনটি ব্যবহার করলে তা আরও গরম হয়ে যাবে। যা ব্যাটারির জন্য ক্ষতিকর।

৮. কখন চার্জে দিবেন ফোনঃ  ফোনে ২০ শতাংশের উপরে চার্জ থাকলে চার্জ দেওয়া উচিত নয়। আবার ব্যাটারি চার্জ শূন্য করেও চার্জে দেওয়া ঠিক নয়। কেননা অপ্রয়োজনীয় রিচার্জে ব্যাটারির আয়ু কমে যায়। সেক্ষেত্রে কমপক্ষে ৫-২০ শতাংশ চার্জ থাকা অবস্থায় ফোন চার্জে দেওয়া ভালো। আর হ্যাঁ সপ্তাহে ১০০ শতাংশ কিংবা ফুল চার্জ একবার করবেন। বাকি দিন গুলোতে ৮০-৯০ এর মধ্যেই চার্জ থেকে খুলে নিবেন। এতে করে মোবাইলের ব্যাটারির স্থায়িত্ব বাড়ে।

কোন মন্তব্য নেই