-->

সাম্প্রতিক

৯৬ মিলিয়ন মার্কিন ডলার জরিমানার মুখে টেলিনর (Telenor) !

নরওয়ের রাষ্ট্রায়ত্ত টেলিকম প্রতিষ্ঠান টেলিনরকে প্রায় ৯৬ মিলিয়ন ডলার জরিমানার মুখোমুখি হতে হচ্ছে খোদ নরওয়েতেই। সেদেশের ব্যবসায় একচেটিয়াপনা নিয়ন্ত্রক সংস্থা সম্প্রতি টেলিনরকে বাজার প্রতিযোগিতাকে ধ্বংস করার অভিযোগে এ জরিমানা করে। বিশ্বের অন্যতম টেলিযোগাযোগ কোম্পানি টেলিনর বাংলাদেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান।

                                   ৯৬ মিলিয়ন ডলার জরিমানার মুখে নরওয়েতে টেলিনর              P.C: Nasdaq
নরওয়ের নিয়ন্ত্রক সংস্থার মতে, টেলিনর ও সুইডেনের টেলিয়া কোম্পানি দেশটিতে নতুন একটি টেলিকম অপারেটরের প্রবেশকে বাঁধাগ্রস্থ করতে বিদ্যমান চুক্তির রদবদল করেছে। যার ফলে তৃতীয় একটি টেলিকম অপারেটরের আত্মপ্রকাশ আর্থিক দিক দিয়ে অলাভজনক হয়ে উঠেছে। আর এ কারণে টেলিনরকে ৯৬ মার্কিন ডলার জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। তবে টেলিনর এ সংক্রান্ত অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে এবং এ আদেশের বিরুদ্ধে আপিল করবে বলে প্রতিষ্ঠানটির মুখপাত্র জানিয়েছেন।

কোন মন্তব্য নেই